কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে মালগাড়া দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসার সংস্করণ, পুনঃচালুকরণ এবং মালগাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া ও কওমি শাখার নতুন কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৮ই মার্চ বিকাল ৩টায় অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুবুজ্জামান আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল আমিন চেয়ারম্যান গোড়ল ইউনিয়ন পরিষদ। এছাড়াও অত্র ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ সাবেক সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব খলিলুল্লাহ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোঃ আল ইবনে লিমন , দাতা সদস্য আ.ফ.ম ইয়াছিন আলী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ গোলজার হোসেন , সহ সদস্য মোঃ আমিনুল ইসলাম, সরোয়ার আলম শামীম, মোঃ আসাদুজ্জামান, মোঃ হয়রত বেলাল হোসেন, ইছাহাক আলী ও মোঃ মশিউর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় মাদ্রাসার অবকাঠামো গত উন্নয়ন ও লেখাপড়ার মান বৃদ্ধি করার লক্ষ্যে বক্তারা বক্তব্য প্রদান করেন। অত্র এলাকার অভিভাবক , সুধী জন সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে হাফিজিয়া ও কওমি শাখার ভিত্তি স্থাপন করে উক্ত মাদ্রাসার অনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভাপতি জনাব মোঃ খলিলুল্লাহ জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।